নেত্রকোনায় ১৬২ প্রতিবন্ধীকে অর্থসহায়তা
নেত্রকোনার অসচ্ছল ও হতদরিদ্র পরিবারের ১৬২ জন প্রতিবন্ধী ব্যক্তিকে অর্থসহায়তা করা হয়েছে। আজ বুধবার সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে এদের মধ্যে মোট সাত লাখ ২৯ হাজার টাকা বিতরণ করা হয়।
সকালে কলমাকান্দা উপজেলা অডিটরিয়াম হলরুমে আনুষ্ঠানিকভাবে ১৬২ জনের প্রত্যেককে ৫০০ টাকা মাসিক হারে নয় মাসের সহায়তা বাবদ চার হাজার ৫০০ করে ভাতার টাকা তাঁদের হাতে তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শহিদুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম ফখরুল ইসলাম ফিরোজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কলি আক্তার, লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রমুখ।
বক্তারা প্রতিবন্ধীদের ভাতা মাসে ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করায় বর্তমান সরকারের প্রশংসা করেন। এ ছাড়া দেশের সব প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসাসেবাসহ তাদের জীবনমান উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।