মুন্সীগঞ্জে যুবলীগ নেতা গুলিবিদ্ধ
মুন্সীগঞ্জ শহরে প্রতিপক্ষ যুবলীগকর্মীর গুলিতে শাহজালাল মিজি (২৫) নামের এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর হাসপাতাল সংলগ্ন মানিকপুর এলাকায় এই ঘটনা ঘটে।
শাহজালাল মিজির তলপেটে গুলি দুটি বিদ্ধ হয়েছে বলে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন।
যোগাযোগ করা হলে জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান রাজীব এনটিভি অনলাইনকে জানান, গুলিবিদ্ধ শাহজালাল শহর যুবলীগের কার্যকরী কমিটির সদস্য। যুবলীগের কেউ তাঁকে গুলি করতে পারে। তবে এর মধ্যে রাজনৈতিক কোনো বিষয় নেই। পূর্ব শত্রুতার জের ধরে তিনি গুলিবিদ্ধ হয়েছেন।
সদর থানার উপপরিদর্শক (এসআই) সাহিদুল ইসলাম জানান, প্রতিপক্ষের গুলিতে আহত যুবলীগকর্মী শাহজালাল মিজিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুছ আলী জানান, আজ বুধবার দুপুরে শাহজালাল গুলিবিদ্ধ হন। তবে কারা, কেন গুলি করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে পুলিশ অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
ওসি আরো জানান, গুলিবিদ্ধ শাহজালালকে মাদকসহ একাধিক মামলায় এর আগে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি জামিনে তিনি মুক্তি পান।