সাঁওতালদের চাষকৃত ধান কাটা শুরু কাল
উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাঁওতালদের চাষকৃত ধান আগামীকাল বুধবার থেকে কাটা শুরু হবে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও চিনিকল কর্তৃপক্ষ গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় ধানক্ষেত পরিদর্শন করেন। এ সময় তাঁরা এই সিদ্ধান্তের কথা জানান।
ওই সময় উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) আবদুস সামাদ, পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলাম ও চিনিকলের কর্মকর্তারা।
পরিদর্শনকালে ডিসি আবদুস সামাদ সাংবাদিকদের বলেন, উচ্চ আদালত সাঁওতালদের ধান কেটে নিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন। তবে যদি তাঁরা ধান কেটে নিতে না চান, তাহলে চিনিকল কর্তৃপক্ষ ধান কেটে তাঁদের বুঝিয়ে দেবে। প্রকৃত মালিকদের যদি কোনোভাবেই ধান ফেরত দেওয়া সম্ভব না হয়, তাহলে প্রয়োজনে খাদ্য বিভাগের মাধ্যমে ধান শুকিয়ে সংরক্ষণ করা হবে। আদালত পরবর্তী সময়ে কোনো নির্দেশনা দিলে তা বাস্তবায়ন করা হবে।
এসপি আশরাফুল ইসলাম বলেন, ‘ধান কাটার কর্মসূচিকে কেন্দ্র করে কোনো প্রকার বিশৃঙ্খলা বা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে, সে ব্যাপারে আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে। এখানে পুলিশ মোতায়েন আছে। আমরা সব সময় সতর্ক আছি।’
সাঁওতালরা আখ খামারের ৪৫ দশমিক ৫ একর জমিতে ধান রোপণ করেছিল। এর মধ্যে ৩০ একর জমির ধান কাটার উপযোগী হওয়ায় এবং উচ্চ আদালতের নির্দেশ থাকায় ধান কাটা শুরু হবে।