খুলনায় মাদ্রাসা থেকে পেট্রলবোমাসহ আটক ৪
খুলনায় পাঁচটি পেট্রলবোমাসহ চার যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে খুলনার আলিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার মো. মুনিরুজ্জামান এনটিভিকে জানান, খুলনা কোতোয়ালি থানায় চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
এ ছাড়া শনিবার রাত ১০টা থেকে আজ রোববার সকাল ১০টা পর্যন্ত খুলনার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২০-দলীয় জোটের মোট ৪৪ জনকে আটক করা হয়েছে বলে জানান মো. মুনিরুজ্জামান।