পিরোজপুরে নবান্ন উৎসব ও পিঠা বানানোর প্রতিযোগিতা
পিরোজপুরে অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব। উৎসবের অংশ হিসেবে প্রথমবারের মতো আয়োজন করা হয় পিঠা বানানো প্রতিযোগিতা।
গত মঙ্গলবার বিকেল ৪টায় জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে পিরোজপুর অফিসার্স ক্লাব মিলনায়তনে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী তোফায়েল হোসেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মাহমুদ হোসেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
নবান্ন উৎসবকে কেন্দ্র করে পিঠা বানানো প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রকার পিঠার প্রদর্শনী করেন। এ রকমের আয়োজনে প্রথমবারের মতো অংশগ্রহণ করে করে তাঁরা আনন্দিত।
এ ছাড়া নবান্ন উৎসবকে ঘিরে শিশুদের যেমন খুশি তেমন সাজো, মোরগ লড়াই প্রতিযোগিতার আয়োজন করা হয়।