বরগুনায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুল জব্বার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল জব্বারের বাড়ি আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচোরা গ্রামে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য, আবদুল জব্বার ডাকাত সর্দার। তাঁর সঙ্গে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বন্দুকযুদ্ধে একজন নিহত হওয়ার বিষয়টি জানিয়েছেন। তবে কীভাবে এ বন্দুকযুদ্ধ হলো, সে বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
ওসি আরো বলেন, আবদুল জব্বারের বিরুদ্ধে আমতলী, বরগুনা সদর ও পটুয়াখালীর বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণসহ ১৫টি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় আমতলী থানায় মামলার প্রস্তুতি চলছে।