টাঙ্গাইলে সংবাদপত্র বিক্রেতার লাশ উদ্ধার
টাঙ্গাইল শহরে একটি ধানক্ষেত থেকে ছানোয়ার হোসেন (৪২) নামের এক সংবাদপত্র বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ছানোয়ার হোসেন সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ধরাট গ্রামের ছলিম উদ্দিনের ছেলে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, সকালে খবর পেয়ে মহাসড়কের পাশের একটি ক্ষেত থেকে ছানোয়ার হোসেনের লাশ উদ্ধার করা হয়। লাশের পাশে বমি করার চিহ্ন পাওয়া গেছে। পরীক্ষা করার জন্য বমির আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক গ্রহণের ফলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।
ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ছানোয়ারের বড় ভাই শুকুর মাহমুদ বলেন, ‘আমার ভাই কোনো নেশাজাত দ্রব্য গ্রহণ করতেন না। তিনি বুধবার সন্ধ্যায় হকার্স সমিতির সভার কথা বলে বাড়ি থেকে বের হন। এর পর রাতে আর বাড়ি ফেরেননি। আজ সকালে রাস্তার পাশে একটি ক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধারের খবর দেয় পুলিশ।’