টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল দুজনের
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের পরিচয় জানা যায়নি। তাঁদের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আহত দুজনেরও পরিচয় জানা যায়নি। তাঁদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, সকালে ঘাটাইল থেকে টাঙ্গাইল যাচ্ছিল একটি ট্রাক। পথে কদমতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অপর ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও তিনজন আহত হয়।
পরে আহত তিনজনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।