পিরোজপুরে শিক্ষক সমিতির মানববন্ধন
পিরোজপুরে শিক্ষা জাতীয়করণসহ শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধি ও বৈশাখ ভাতা এবং সরকারি কর্মচারীদের মতো বাড়িভাড়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি।
সংগঠনের পিরোজপুর সদর উপজেলা শাখা আজ রোববার দুপুরে শহরের টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি পিরোজপুর জেলা সভাপতি কাজী মজিবুর রহমান, প্রচার সম্পাদক নরোত্তম দেবনাথ, সদর উপজেলা কমিটির সহসভাপতি সুলতানা নাসরীন, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শিক্ষকরা জাতির মেরুদণ্ড। তাদের অবহেলা করে দেশ কখনো এগিয়ে যেতে পারে না। দেশ ও জাতিকে সামনের দিকে সঠিকভাবে অগ্রসর করতে হলে শিক্ষকদের মূল্যায়ন করতে হবে। পেটে ক্ষুধা নিয়ে সঠিকভাবে কাজ করা সম্ভব নয় তাই শিক্ষকদের পাঁচ ভাগ বার্ষিক বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা এবং সরকারি কর্মচারীদের মতো বাড়িভাড়া দিতে হবে।
মানববন্ধন শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।