বরগুনায় স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার
বরগুনা সদর উপজেলায় অমি আক্তার নামের এক স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার ঢলুয়া গ্রামের বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
অমি ঢলুয়া গ্রামের অটোচালক মো. শাহিনের ছেলে। আগামী বছর বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
শাহিনের প্রতিবশীরা জানান, সন্ধ্যায় ঘরে একা পড়ছিল অমি। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মা এসে অমিকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে প্রতিবেশীরা এসে অমিকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য অমির মৃতদেহ বরগুনা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।