সরকার বিএনপিকে ভাঙার চেষ্টা করছে না : হানিফ
সরকার বিএনপিকে ভাঙার চেষ্টা করছে এমন খবরকে বিভ্রান্তিমূলক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, ‘প্রমাণ হয়েছে খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানের নেতৃত্বের প্রতি নেতাকর্মীদের আর আস্থা নেই।’
urgentPhoto
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে মাহবুব-উল-আলম হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদা জিয়ার ও তাঁর ছেলে তারেক রহমানের প্রতি বিএনপির সাধারণ নেতাকর্মীদের প্রতি যে আর আস্থা নেই এটা তো এরই মধ্যে প্রমাণিত হয়েছে। খালেদা জিয়া আগে যেসব কর্মসূচি দিয়েছেন সেসব কর্মসূচি বাস্তবায়নের জন্য তাঁর দলের নেতাকর্মীরা কেউই মাঠে নামে নাই। এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে খালেদা জিয়ার প্রতি তাঁরা অনাস্থা ব্যক্ত করেছেন।’
‘খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি দলের নেতাকর্মীরা অনাস্থা ব্যক্ত করে, সেই দলের মধ্যে যদি ভাঙন সৃষ্টি হয়, অন্য কেউ যদি নেতৃত্বে আসে তবে সেটা আসতেই পারে। এটা তাদের ব্যাপার। এখানে আওয়ামী লীগের কিছু করার নেই।’
হানিফ আরো বলেন, সরকার দল ভাঙার চেষ্টা করছে এসব বিভ্রান্তিমূলক কথা বলে নিজেদের পতন রোধ করা যাবে না।
এ সময় কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ বদরুদ্দোজা, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত বছরের সেপ্টেম্বরের শেষ দিকেও বিএনপির স্থায়ী কমিটির নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সরকারের বিরুদ্ধে দল ভাঙার অভিযোগ এনেছিলেন। তখন সারা দেশে একটি নির্বাচনমুখী পরিবেশ বিরাজ করছিল।
তিনি সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, ‘কতিপয় দলছুট নেতাকে নিয়ে বিএনপিকে যতই ভাঙার চেষ্টা করুন, কোনো লাভ হবে না। এরশাদও চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে। আপনারাও ব্যর্থ হবেন।’
তারও আগে আগস্ট মাসে অবশ্য খোদ বিএনপির মহাসচিবই সরকারের বিরুদ্ধে দল ভাঙার অভিযোগ করে বলেছিলেন, ‘সরকার বিএনপি ও জোটকে ভাঙার চেষ্টা করছে। কিন্তু কাউকে দল থেকে বের করে নেওয়া যাবে না।’