যশোরে ৫টি আগ্নেয়াস্ত্রসহ কালা বাচ্চু গ্রেপ্তার
যশোরে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ কাজী মাহবুবুর রহমান ওরফে কালা বাচ্চু (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার ভোর ৫টার দিকে ঝিকরগাছা উপজেলার কাউরিয়া এলাকার একটি মাছের ঘের থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সল জানান, মাহবুবুর রহমান ওরফে কালা বাচ্চুর বিরুদ্ধে যশোর জেলার বিভিন্ন থানায় খুন, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্র ব্যবসার অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ভোরে র্যাবের এএসপি শাহেদ আহমেদের নেতৃত্বে একটি দল ঝিকরগাছার কাউরিয়া এলাকার একটি মাছের ঘেরে অভিযান চালায়। সেখান থেকে কালা বাচ্চুকে গ্রেপ্তার এবং ম্যাগাজিনসহ একটি নাইনএমএম পিস্তল ও দুটি গুলি, তিনটি ওয়ান শুটারগান ও দুটি গুলি এবং একটি পাইপগান ও শটগানের চারটি গুলি উদ্ধার করা হয়। অস্ত্র কেনাবেচার উদ্দেশে কালা বাচ্চু ওই ঘেরে অবস্থান করছিলেন বলে জানায় র্যাব।
কালা বাচ্চুর বাড়ির ঝিকরগাছা পৌরসভার কাউরিয়া এলাকায়। তিনি যশোর শহরের ষষ্টিতলাপাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন।