টাঙ্গাইলে লৌহজং নদের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
টাঙ্গাইলের লৌহজং নদ রক্ষায় এর আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। নদের প্রায় ৭৬ কিলোমিটারের মধ্যে প্রথম দফায় প্রায় তিন কিলোমিটার এলাকায় অভিযান চালানো হবে। আজ মঙ্গলবার নদের দুই পাড়ে শতাধিক স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন। এতে টাঙ্গাইলের সর্বস্তরের জনসাধারণ অংশ নেয়।
আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল পৌর এলাকার বেড়াডোমা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, পুলিশ সুপার মাহবুব আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহেরুল ইসলাম জহের উপস্থিত ছিলেন।
এদিকে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে লৌহজং নদের বেড়াডোমা ও এর আশপাশে কয়েক হাজার লোকের সমাগম হয়। উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যানার ফেস্টুন প্রদর্শন করা হয়।
এ ছাড়া বরিশালে নদী পুনরুদ্ধারে সফলতার পেছনে যেসব স্বেচ্ছাসেবক কাজ করেছে তাদের টাঙ্গাইলে আমন্ত্রণ জানানো হয়। সেখান থেকে ৪০ জন সদস্য লৌহজং নদে উচ্ছেদ অভিযান কাজে অংশ নেয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন বলেন, টাঙ্গাইল শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদ দখল আর দুষণের ফলে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে গিয়েছিল। জেলা প্রশাসনের উদ্যোগে দীর্ঘদিন পর অবশেষে শুরু হলো সমন্বিত উদ্ধার অভিযান। লৌহজং নদের প্রায় ৭৬ কিলোমিটারের মধ্যে তিন কিলোমিটার এলাকার শতাধিক ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ হওয়ার মধ্যে যারা ভূমিহীন মানুষ তাদের ভিটে-বাড়ি নেই তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানান জেলা প্রশাসক।