বার্গম্যানকে নিয়ে বিবৃতি : ট্রাইব্যুনালে বিশিষ্টজনের দুঃখ প্রকাশ
ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে বিবৃতিদাতা ৪৯ বিশিষ্টজনের মধ্যে বেশ কয়েকজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর কাছে দুঃখ প্রকাশ করেছেন।
আজ রোববার সকালে ট্রাইব্যুনালের কাছে তাঁরা এ দুঃখ প্রকাশ করেন। এ ছাড়া অনেকেই দেশের বাইরে থাকায় ১২ ফেব্রুয়ারি তাঁদের হাজির হতে বলেছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সেদিনই এ বিষয়ে আদেশ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
বিবৃতিদানকারীদের মধ্যে রয়েছেন ড. শাহদীন মালিক, ইমতিয়াজ আহমেদ, সৈয়দা রিজওয়ান হাসান প্রমুখ। তাঁদের মধ্যে পরে খুশী কবির বিবৃতিদাতাদের তালিকা থেকে তাঁর নাম প্রত্যাহার করে নেন।
আদালত অবমাননার দায়ে বার্গম্যানকে সাজা দেওয়ায় এর নিন্দা জানিয়ে গত বছরের ২০ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে বিবৃতি দেন বিশিষ্ট ব্যক্তিরা। এর পর ট্রাইব্যুনাল-২ তাঁদের এ বিষয়ে ব্যাখ্যা জানতে চান।