ফুলবাড়িয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে এক বখাটে। এ ঘটনায় ওই দিন রাতেই ফুলবাড়িয়া থানায় মামলা করেছেন ধর্ষণের শিকার ছাত্রীর ভ্যানচালক বাবা।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব জানান, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায় ওই স্কুলছাত্রী। এ সময় তাকে তুলে নিয়ে পাশের জঙ্গলে ধর্ষণ করে মনির নামের এক যুবক। ওই ছাত্রীকে চিকিৎসার জন্য আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মনিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।