মেহেরপুরেও পরিবহন ধর্মঘট
খুলনা বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব রুটে চলছে পরিবহন ধর্মঘট। ফলে আজ শুক্রবার ভোর থেকে মেহেরপুর জেলার সব রুটে আন্তজেলা ও দূরপাল্লার সব পরিবহন বন্ধ রয়েছে।
ফরিদপুরের মধুখালীতে সোহাগ পরিবহনের চালক, টিকিট চেকার ও চালকের সহকারীকে ডাকাতি মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে এ ধর্মঘট শুরু হয়। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কারণে রাজধানী ঢাকার সাথে মেহেরপুর, চুয়াডাঙ্গাসহ খুলনা বিভাগের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এতে বাসযাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। হঠাৎ ধর্মঘটের কারণে যাঁরা গতকাল বৃহস্পতিবার রাতে কাউন্টার থেকে টিকিট কিনেছিলেন, তাঁরা পরিবার-পরিজন নিয়ে এসে গাড়ি না পেয়ে চরম বিপাকে পড়েছেন।
তবে কউন্টার মাস্টাররা বলছেন, গাড়ি চলাচল করবে এমন সিদ্ধান্তে তাঁরা যাত্রীদের কাছে টিকিট বিক্রি করেছিলেন। কিন্তু রাত ১১টার দিকে খুলনা বিভাগীয় শ্রমিক ফেডারেশন নেতারা ধর্মঘটের ঘোষণা দেওয়ার পর বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।