নজরুলজয়ন্তীর জন্য প্রস্তুত ত্রিশাল
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে তাঁর ১১৬তম জন্মবার্ষিকীর তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হচ্ছে আগামী সোমবার থেকে। এরই মধ্যে অনুষ্ঠানের জন্য ত্রিশালের উপজেলা সদরে দরিরামপুর হাইস্কুল মাঠে স্থাপিত নজরুল মঞ্চ সজ্জিতকরণসহ যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন করে ফেলেছে কর্তৃপক্ষ।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা, বইমেলা ইত্যাদি। এ ছাড়া উপজেলার কাজীর শিমলায় রফিজুল্লাহ দারোগা এবং নামাপাড়ার বিচুতিয়া বেপারিবাড়িতে স্থাপিত নজরুল স্মৃতিকেন্দ্র ও পাঠাগার, জাদুঘর প্রাঙ্গণ এবং কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব ও ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান শাহীন বলেন, এবারের অনুষ্ঠানমালা আগের যে কোনো সময়ের চেয়ে উৎসবমুখর হবে।
ইউএনও আরো জানান, অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী। পরদিন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সমাপনী দিবসে ধর্মমন্ত্রী মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এবারই প্রথম পুরো অনুষ্ঠানমালা ওয়েবকাস্টিংয়ে দেখা যাবে বলে জানান সদস্য সচিব। ওয়েব লিংক : mymensingh.gov.bd and upaher.com/live ১৯১৪ সালে আসানসোলের রুটির দোকান থেকে প্রতিভাবান নজরুলকে ত্রিশালে নিজ বাড়িতে নিয়ে আসেন কাজী রফিজুল্লাহ দারোগা। পরে তিনি নামাপাড়া এলাকার একটি বাড়িতেও কিছুদিন অবস্থান করেন।