সাংবাদিক এহসানুল হক শাহীন আর নেই
ইনডিপেনডেন্ট টেলিভিশন ও আমাদের সময় পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি এহসানুল হক খান শাহীন আর নেই।
আজ বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় শাহীন (৪৫) মারা যান (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ছিলেন। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
শাহীনের জানাজা বাদ মাগরিব টাঙ্গাইল বেবিস্ট্যান্ড গোরস্থান জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
শাহীনের মৃত্যুতে টাঙ্গাইল প্রেসক্লাব নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর মৃত্যুতে টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষ থেকে সাতদিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।