হাওরের দেশি মাছ রক্ষায় সচেতনতামূলক সভা
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাওরাঞ্চলে দেশি মাছ রক্ষায় মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে ডিঙ্গাপোতা হাওরের তেঁতুলিয়া গ্রামে স্থানীয় মৎস্যজীবী ও সাধারণ মানুষের অংশগ্রহণে গতকাল বৃহস্পতিবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। হাওরাঞ্চলে মৎস্য চাষ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
মোহনগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আ খ ম শফিকুল হক, জেলা মৎস্য কর্মকর্তা মো. নূরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজউদ্দিন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার বুলবুল, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার সাহা প্রমুখ।
এর আগে হাওরে অবমুক্ত করার জন্য হাওর-বিল নার্সারিতে রক্ষিত দেশীয় জাতের বিভিন্ন রেণু পোনা পর্যবেক্ষণ করেন অতিথিরা।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরের তেঁতুলিয়া গ্রামে হাওর-বিল নার্সারিতে রক্ষিত দেশীয় জাতের বিভিন্ন রেণু পোনা।