বরগুনায় সদস্য পদে প্রস্তাব ও সমর্থনকারী না পেয়ে সংবাদ সম্মেলন
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রস্তাব ও সমর্থনকারী না পেয়ে সংবাদ সম্মেলন করেছেন বরগুনার ১৪ নং (ডৌয়াতলা, কাকচিড়া, রায়হানপুর) ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হুমায়ুন কবির।
বুধবার সন্ধ্যায় বরগুনা প্রেসক্লাবে অনুষ্ঠিতে এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হুমায়ুন কবির বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে বরগুনা জেলা ছাত্রলীগ এবং যুবলীগের গুরুত্বপূর্ণ পদে থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এবারের জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বরগুনার বামনা ও পাথরঘাটা উপজেলার ডৌয়াতলা, কাকচিড়া এবং রায়হানপুর ইউনিয়ন নিয়ে গঠিত ১৪ নং ওয়ার্ড থেকে একজন সদস্য পদপ্রার্থী হিসেবে ইতোমধ্যে তিনি নির্বাচনী ফরম এবং ট্রেজারী চালান সংগ্রহ করেছেন। কিন্তু ওই তিন ইউনিয়নের চেয়ারম্যানগণ প্রত্যেকেই নিজ নিজ ইউনিয়নে একজন করে প্রার্থী নির্ধারণ করে সংশ্লিষ্ট ইউপি সদস্যদের নিয়ে সিন্ডিকেট করেছেন।
হুমায়ুন কবির আরও বলেন, ওই তিন ইউনিয়নের চেয়ারম্যানগ্ণ তাদের নির্ধারিত প্রার্থীর বাইরে কাউকে প্রস্তাব ও সমর্থন না দিতে চাপ প্রয়োগ করছেন। যেহেতু ওইসব ইউপি সদস্যগণ সকলেই সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের কাছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পেতে এবং তা বাস্তবায়নে দায়বদ্ধ সেহেতু নিজেদের ইচ্ছের বিরুদ্ধেই অনেকটা বাধ্য হয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের নির্ধারিত প্রার্থীকেই সমর্থন দিতে বাধ্য হচ্ছেন। ফলে ইচ্ছে থাকা সত্বেও তার (হুমায়ুন কবিরের) পক্ষে প্রস্তাব ও সমর্থনকারী হতে রাজী হচ্ছেন না কোন ইউপি সদস্য।
ভুক্তভোগী সদস্য পদপ্রার্থী হুমায়ুন কবির আরও বলেন, চাইলেই যাতে কোন সদস্য অন্য কারো প্রস্তাব ও সমর্থনকারী হতে না পারে সে কারণে ওই চেয়ারম্যানগণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনেক ইউপি সদস্যের জাতীয় পরিচয়পত্রও আটকে দিয়েছেন। তিনি আরও বলেন, ওইসব চেয়ারম্যানগণ তাকে তাদের ইউনিয়নে প্রবেশ করতেও না করে দিয়েছেন। প্রবেশ করলে তাদের কর্মী সমর্থক ও সন্ত্রাসী দিয়ে লাঞ্ছিত করারও হুমকি দিয়েছেন। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণে সকল গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছেন।