জেলা পরিষদ নির্বাচন
টাঙ্গাইলে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা
জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন টাঙ্গাইলের প্রার্থীরা।
আজ বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক ফজলুর রহমান খান ফারুক চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহবুব হোসেন তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ ছাড়া রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান পদে জেলা জাসদের (ইনু) সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মজনু ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর খান মেনু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. তাজুল ইসলাম জানান, নির্বাচনে টাঙ্গাইলে এক হাজার ৬০৮ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।