গোবিন্দগঞ্জে শিক্ষিকা হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকার বোয়ালিয়া উচ্চ বিদালয়ের সহকারী শিক্ষিকা আলেমাতুন শাহী রিমিটি হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
মানববন্ধন চলার সময় হত্যা মামলার অন্যতম আসামি পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) রিমিটির স্বামী শাহজাহান আলীকে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়। একই সঙ্গে গোবিন্দগঞ্জ থানায় চাকরিরত শাহজাহানের ভগ্নিপতি এসআই জাহাঙ্গীরের প্রত্যাহার করার দাবি জানান বক্তারা।
এ সময় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা মুকিতুর রহমান রাফি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, রিমিটির মা নুরুন নাহার বেগম।
মানববন্ধনে আলেমাতুন শাহী রিমিটির মেয়ে সুচি ও ছেলে আল এহসান অংশ নেন।