মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে টাঙ্গাইলে
মিয়ানমারের রোহিঙ্গাদের নির্যাতদের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধর কর্মসূচি পালন করেছে উই সার্ভ ফর হিউম্যানিটি নামের একটি সংগঠন।
আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন- টাঙ্গাইলের মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মাহমুদা শেলী, উই সার্ভ ফর হিউম্যানিটির সভাপতি খন্দকার শাহাজাদা, সাধারণ সম্পাদক এস এম অনন্ত।
মিয়ানমারে সেনাবাহিনীর অব্যাহত নির্যাতনের মুখে রোহিঙ্গারা দেশ ছেড়ে পালাচ্ছে। এরই সেনাদের গুলিতে ৬৯ জন রোহিঙ্গা মারা গেছে বলে জানা গেছে। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, বিগত কয়েক সপ্তাহে মিয়ানমার থেকে ১০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।