আ. লীগের অর্জন মলিন করে দিচ্ছে ঢাকা : সেতুমন্ত্রী
রাজধানী ঢাকার অপরিচ্ছন্নতা আর যানজট আওয়ামী লীগ সরকারের সব অর্জনকে মলিন করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অচিরেই এ অবস্থার পরিবর্তন হবে বলেও আশ্বাস দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।
ওবায়দুল কাদের আজ শনিবার সকালে মংলা-খুলনা-দৌলতদিয়া মহাসড়কে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাগাতে অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণকেন্দ্র উদ্বোধন করেন। পরে তিনি বাগেরহাট জেলা ছাত্রলীগের সম্মেলনে বক্তব্য দেন। এর মধ্যেই সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে তিনি হেলিকপ্টারে করে বাগেরহাটে পৌঁছান।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সব অর্জন ঢাকা সিটি মলিন করে দিয়েছে। আমাদের অর্জনের সাথে ঢাকা সিটির চেহারার মিল নেই। আওয়ামী লীগের অর্জন আরো বেশি। ঢাকা সিটিকে আর আনক্লিন রাখতে চাই না। পৃথিবীর সবচেয়ে নোংরা শহরের মধ্যে একটি হচ্ছে ঢাকা শহর। তাই ঢাকা শহরকে আর অপরিষ্কার রাখতে চাই না। এ অবস্থার পরিবর্তন অচিরেই করা হবে।’
এ ছাড়া সারা দেশে সড়ক-মহাসড়কে যানজট ও দুর্ঘটনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘ভারী যন্ত্রপাতি ও অতিরিক্ত যন্ত্রপাতি বহনের কারণে আজকে আমরা সড়কগুলো রক্ষা করতে পারছি না। রাস্তাগুলো যত শক্তপোক্ত করা হোক, যদি অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমরা সড়কগুলোকে রক্ষা করতে পারব না। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশে অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র চালু করা হয়েছে।’
এ সময় মন্ত্রী আরো জানান, সারা দেশে সড়ক-মহাসড়কের দুর্ঘটনাকবলিত ১৪৪টি ঝুঁকিপূর্ণ বাঁক সোজাকরণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৭০টি বাঁক সোজাকরণের কাজ চলছে। এ প্রকল্পের কাজ শেষ হলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।
জেলা ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করে ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগকে আজ ছাত্ররাজনীতিকে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে।
এসব অনুষ্ঠানে মন্ত্রীর সাথে স্থানীয় সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ভাতিজা শেখ হেলাল উদ্দিন, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, সড়ক বিভাগের খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আলী, খুলনা সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফকির আবদুর রবসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাগেরহাট খানজাহান আলী কলেজ মাঠে জেলা ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ।