৭০ ভাগই ভর্তিই পরিচালকের কোটায়!
বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কঠোর সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়গুলোর পরিচালকরা অর্থের বিনিময়ে অবৈধভাবে শিক্ষার্থীদের ভর্তি করে থাকেন। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও উপাচার্য নিয়োগ নিয়ে ‘ভাড়ায় অনশন’ কালচার চালু হয়েছে বলেও অভিযোগ করেন ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যান।
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম পোর্ট সিটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান এসব মন্তব্য করেন। নগরীর খুলশী এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সংবর্ধনার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়টি দুই বছর আগে কার্যক্রম শুরু করে।
অর্থ নিয়ে শিক্ষার্থী ভর্তির অভিযোগ করে অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘১০০ জন ছাত্র ভর্তি করালে ৭০ জন থাকে পরিচালকদের কোটায়। কোটায় ছাত্র ভর্তি করালে পরীক্ষা নেওয়ার লাভ কী? আর কোটা যখন এসে যাবে, তা তো এমনি এমনি ভরবে না। সেখানে একটি লেনদেনের ব্যবস্থা আছে। তাও আবার মোটা অঙ্কের লেনদেন।’
তবে অধ্যাপক আবদুল মান্নান স্বীকার করেন, এসবের কোনো দালিলিক প্রমাণ তাঁর কাছে নেই। তিনি বলেন, কেউ কাগজ দিয়ে চুরি করে না। ঘুষ নিলে রসিদ দেওয়া হয় না। এগুলো হচ্ছে শিক্ষাক্ষেত্রের অনিয়ম।
অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘সরকারি বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা আছে। সরকারের অনুমোদন নেই, তবু খুলে দিলেন দু-একটি বিভাগ। অনুমোদনবিহীন বিভাগ খুলে অবৈধ সুযোগ গ্রহণ করার নানা অভিযোগও আছে আমার কাছে।’
এ ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ে অশুভ রাজনীতি শুরু হয়েছে, যা দুঃখজনক উল্লেখ করে অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘দেশে ক্যাম্পাস দখলের রাজনীতি চলছে। ক্যাম্পাস দখল করে কয়দিন রাখবেন? আবার ইদানীং বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য কে হবেন, কাকে নিয়োগ দিতে হবে-এ নিয়ে এক ধরনের অশুভ রাজনীতিও চলছে। উপাচার্য নিয়োগ করেন মহামান্য রাষ্টপতি। কিন্তু অমুককে উপাচার্য করার জন্য অমুক জায়গায় ভাড়ায় অনশন করবে। দেশে ভাড়ায় অনশনের একটি রেওয়াজ চালু হয়েছে।’ তিনি বলেন, এসব অনিয়ম শিক্ষাক্ষেত্রে বড় সমস্যা। তবে শিক্ষাক্ষেত্রে সংকট নেই, সমস্যা আছে। সম্মিলিতভাবে এসব সমস্যা মোকাবিলা করা সম্ভব বলে মনে করেন ইউজিসি চেয়ারম্যান।
ছাত্র রাজনীতিসহ নানা কারণে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ কলুষিত হচ্ছে বলে মন্তব্য করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আরো বলেন, দেশে শিক্ষার প্রসার হলেও শিক্ষার মান নিয়ে এখনো প্রশ্ন রয়েছে।
সংবর্ধনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জাহাঙ্গীর আলম, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জহির আহমেদ রতন ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে এম এনামুল হক শামীম বক্তব্য রাখেন। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অধ্যাপক আবদুল মান্নান।