যুবলীগকর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা
নোয়াখালীতে জহির উদ্দিন (২৯) নামের এক যুবলীগকর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের তিতাহাজরা গ্রামের কবিরবাজারে এ ঘটনা ঘটে।
নিহত জহির উদ্দিন তিতহাজরা গ্রামের নুরুল আমিনের ছেলে। এ ঘটনায় স্থানীয় বসন্তেরবাগ গ্রাম থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচটি গুলি এবং একটি ম্যাগাজিনসহ আলমগীর হোসেন ও একটি এলজিসহ সাহাব উদ্দিন নামের একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে স্থানীয় কবিরবাজারের আবুল কালাম ডেকোরেটরের দোকানে বসে আড্ডা দিচ্ছিল জহির। এ সময় ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত এসে কিছু বুঝে উঠার আগেই তাঁকে কুপিয়ে মারাত্মক আহত করে। এরপর মৃত্যু নিশ্চিত করার জন্য তাঁকে গুলি করা হয়। পরে স্থানীয় লোকজন জহিরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, খবর পেয়ে আজ শনিবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকার আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে। তদন্ত করে মূল আসামিদের ধরার চেষ্টা করা হচ্ছে।