যশোরের প্রবীণ সাংবাদিক জমির আহমেদ টুনের মৃত্যু
যশোরের প্রবীণ সাংবাদিক এস কে এম জমির আহমেদ টুন (৮১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
জমির আহমেদ যশোর শহরের ঘোপ এলাকার নিজস্ব বাড়িতে বসবাস করতেন। তিনি যশোরের প্রথম দিককার সাংবাদিকদের একজন। তাঁর ঘনিষ্ঠ সহচর প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি মিজানুর রহমান তোতা জানান, জমির আহমেদ ১৯৬২ সালে মর্নিং নিউজের যশোর জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি পর্যায়ক্রমে পাকিস্তান টাইমস, বাংলাদেশ টাইমস, অবজারভার এবং বাংলাদেশ বেতারে কাজ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ বেতারের সঙ্গে যুক্ত ছিলেন।
জমির আহমেদ প্রেসক্লাব যশোরের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি এই ক্লাবে ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত সম্পাদক, ১৯৭৫-৭৬, ১৯৮০-৮৩ ও ১৯৯৭-৯৯ মেয়াদে সভাপতি নির্বাচিত হন। জমির আহমেদ স্ত্রী, চার মেয়ে, তিন ভাই এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।
জমির আহমেদ চাঁদের হাট যশোরের সভাপতি, কমিউনিটি পুলিশিং যশোর জেলা কমিটির সভাপতি, রাইটস যশোরের কাযনির্বাহী সদস্য এবং শিশু নিলয়ের চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি জীবদ্দশায় বহু সংগঠনের সঙ্গে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব পালন করেন। সাবেক সভাপতির মৃত্যুতে প্রেসক্লাব যশোর চার দিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, শোকসভা, দোয়া মাহফিল প্রভৃতি।