নিখোঁজ শিশুর লাশ ভাসল পুকুরে
টাঙ্গাইলের দেলদুয়ারে নিখোঁজ হওয়ার দুদিন পর কল্পনা আক্তার (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে দেলদুয়ার থানার পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার গোয়ারিয়া গ্রামে কল্পনার নানার বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কল্পনা আক্তার গোয়ারিয়া গ্রামের মাঈন উদ্দিনের মেয়ে।
কল্পনার স্বজনরা জানান, গত ২ ডিসেম্বর শুক্রবার দুপুরের পর থেকে কল্পনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই দিন বিকেলেই সারা উপজেলায় মাইকিং করা হয়। আজ দুপুরে একই গ্রামে তার নানার বাড়ির পাশের পুকুরে শিশুটির ভাসমান লাশ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।