মুন্সীগঞ্জে অ্যাম্বুলেন্সের নিচে প্রাণ গেল শিশুর
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অ্যাম্বুলেন্স চাপায় প্রাণ গেছে নয় বছরের এক শিশুর। আজ শনিবার দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
গজারিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. সাইফুল জানান, কুমিল্লার সুকুমার রায়ের মেয়ে শরমিতা রায় সুমিতা আজ বেলা ১টার দিকে কুমিল্লা যাওয়ার উদ্দেশে মায়ের সাথে রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী অজ্ঞাত একটি অ্যাম্বুলেন্স চাপা দেয় তাকে। দ্রুত উদ্ধার করে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শরমিতার মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান সাইফুল।