খুলনা বিভাগে পরিবহন ধর্মঘট ষষ্ঠ দিনে
গ্রেপ্তার হওয়া পরিবহন শ্রমিকদের মুক্তির দাবিতে খুলনা বিভাগের ১০ জেলায় ষষ্ঠ দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে। এর ফলে এই দক্ষিণাঞ্চলের এসব জেলার যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
এদিকে, ধর্মঘট কর্মসূচি ছয় দিনে গড়ালেও কোনো পক্ষ থেকেই সমাধানের কোনো উদ্যোগ দেখা যায়নি। আগামী দু-একদিনের মধ্যে আটক তিন পরিবহন শ্রমিককে নিঃশর্ত মুক্তি না দিলে সারা দেশে পরিবহন যোগাযোগ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।
গতকাল শনিবার দুপুরে যশোর বাস মালিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পরিবহন মালিক ও শ্রমিক নেতারা এ হুমকি দেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাদেক হোসেন, খুলনা বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আলী আকবর, যুগ্ম আহ্বায়ক আজিজুল আলম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ১৯ মে ফরিদপুরে তিন পরিবহন শ্রমিককে আটকের প্রতিবাদে প্রথমে খুলনা বিভাগের ছয় জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়। একই কারণে ২২ মে থেকে খুলনা বিভাগের দূরপাল্লার ও অভ্যন্তরীণ সব রুটে শুরু হয় ধর্মঘট। নেতারা বলেন, শ্রমিকদের যৌক্তিক এ আন্দোলন থেকে পিছু হটার সুযোগ নেই। রাজশাহী, বরিশাল, ঢাকাসহ সব বিভাগের মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী দু-একদিনের মধ্যে আটক শ্রমিকদের মুক্তি ও দোষী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে সারা দেশে পরিবহন ধর্মঘট শুরু করা হবে।