যুবলীগকর্মী হত্যাকারীদের দ্রুত আটক, নইলে উত্তরাঞ্চল অচল
আগামী তিনদিনের মধ্যে নাটোর যুবলীগের তিন কর্মী হত্যায় জড়িতদের আটক এবং খুনের রহস্য উদঘাটন না হলে পুরো উত্তরাঞ্চল অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকালে যুবলীগের নিহত তিন কর্মীর জানাজা শেষে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সাংবাদিকদের এই আলটিমেটামের কথা জানান।
সকাল সাড়ে ১০টায় নাটোর শহরের কানাইখালী মাঠে নিহত তিন যুবলীগকর্মী রেদোয়ান সাব্বির, আবদুল্লাহ ও সোহেলের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নাটোর শহরের গাড়িখানা কবরস্থানে তাঁদের দাফন করা হয়।
গতকাল সোমবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাট থেকে তিন যুবলীগকর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ। নাটোর থেকে স্বজনরা গিয়ে গতকাল রাতেই তাঁদের লাশ শনাক্ত করে বাড়ি নিয়ে আসেন।
নিহত যুবলীগকর্মীদের পরিবারের অভিযোগ, গত শনিবার রাতে নাটোর সদর উপজেলার তকিয়া বাজার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়।