টাঙ্গাইলে আ. লীগের সাবেক নেতার গলা কাটা লাশ উদ্ধার
টাঙ্গাইলের ভুয়াপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রকিবুল ইসলাম ফরিদের (৫৫) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে উপজেলার অলোয়া ইউনিয়নের বাড়ই গ্রামের নিজ বাড়ির পাশে পুকুর থেকে ভাসমান অবস্থায় ফরিদের লাশ উদ্ধার করা হয়।
ভুয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোলাম মোস্তফা জানান, গতকাল সোমবার রাত ৯টার দিকে রকিবুল ইসলাম কাগমারীপাড়া বাসস্ট্যান্ড থেকে রিকশা দিয়ে তাঁর বাড়ির উদ্দেশে রওনা দেন। এরপর রাতে তিনি বাড়ি ফেরেননি। পরে আজ সকালে তাঁর বাড়ির পাশে ৫০ গজ দূরে পুকুরে তার লাশ ভাসতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ফরিদের গলা কাটা লাশ উদ্ধার করে।
ওসি আরো জানান, পুকুরপাড়ে পড়ে থাকা ফরিদের ব্যবহৃত কোটের পকেটে আট হাজার টাকা পাওয়া যায়। তবে তাঁর ব্যবহৃত মুঠোফোনটি পাওয়া যায়নি। এ সময় ঘটনাস্থল থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়।
ভুয়াপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. মাসুদুল হক মাসুদ জানান, রকিবুল ইসলাম ফরিদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।