ধ্বংস ছাড়া কিছু অর্জন করেনি বিএনপি : প্রধানমন্ত্রী
বিএনপি লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার ধারাবাহিকভাবে মন্ত্রণালয় পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, বর্তমান আন্দোলনের মাধ্যমে তারা ধ্বংস ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি। অবরোধের ওপর হরতালকে মড়ার উপরে খাঁড়ার ঘা বলেও মন্তব্য করেন তিনি।
ঐতিহ্যগতভাবে বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দু-একটি রাজনৈতিক দল ধর্মের নামে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত কয়েক বছরে বাংলাদেশে ইসলাম প্রচারে ব্যাপক উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, পবিত্র কোরআন শরিফের ডিজিটাল ভার্সন প্রকাশ করা হয়েছে। ইসলামের নামে যেন কেউ ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে না পারে, সে জন্য প্রকৃত তথ্যভিত্তিক প্রচারণা চালাতে হবে।
এ ছাড়া কয়েক বছর ধরে হজ কার্যক্রমে বাংলাদেশের সাফল্যের কথা উল্লেখ করে এই ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।