আগ্নিকাণ্ডে পুড়ে শিশু দুই বোনের মৃত্যু
ময়মনসিংহের ফুলপুর উপজেলার রঘুরামপুর গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে শিশু দুই বোনের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১০টায় ঝড় বৃষ্টির সময় সোলার প্যানেলের বিভ্রাটের ফলে ঘরে আগুন লেগে তাদের মৃত্যু হয়।
নিহত দুই শিশু হলো রঘুরামপুর গ্রামের মুখলেছুর রহমানের মেয়ে সোমা আকতার (৬) ও তামান্না (৪)। সোমা আকতার প্রথম শ্রেণিতে পড়ত।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল হক আজ রোববার ঘটনাস্থল পরিদর্শন শেষে এনটিভি অনলাইনকে জানান, শনিবার রাত সাড়ে ১০টায় রঘুরামপুর গ্রামে ঝড় বৃষ্টির সময় সোলার প্যানেলের বিভ্রাটের ফলে মুখলেছুর রহমানের ঘরে আগুন লাগে। মুহূর্তে আগুন পাটসোলা দিয়ে তৈরি ঘরের সিলিংয়ে ছড়িয়ে পড়ে। এতে ওই ঘরে থাকা মুখলেছুরের দুই মেয়ে দগ্ধ হয়ে মারা যায়। মুখলেছুর ও তাঁর স্ত্রী অন্য ঘরে ছিলেন। অগ্নিকাণ্ডের সময় তাঁরা বের হতে পারলেও মেয়েদের বের করতে পারেননি।