ভাইয়ের স্ত্রীকে হত্যার পর নিজেও খুন হলেন!
টাঙ্গাইলের নাগরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে লাঠির আঘাতে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার ভারড়া ইউনিয়নের খাসশাহজানী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- ওই গ্রামের হযরত আলী (৬০) ও সাজু বেগম (২৫)।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়,সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাগরপুর উপজেলার খাসশাহজানী গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে হযরত আলী ও তাঁর ছোট ভাই সোলেমানের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। হযরত আলী ছোট ভাই সোলেমানের স্ত্রী সাজু বেগমকে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে ক্ষিপ্ত হয়ে সোলেমান তাঁর বড় ভাই হযরত আলীকে লাঠি দিয়ে আঘাত করলে তিনিও ঘটনাস্থলেই মারা যান।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ভারড়া ইউনিয়নের খাসশাহজানী গ্রামে এ পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে সংঘর্ষে এই দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ওসি আরো জানান, এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। অভিযান চলছে।