নাটোরে ৩ যুবলীগকর্মী হত্যার ঘটনায় মামলা
নাটোরে যুবলীগের তিন কমী হত্যার ঘটনায় অজ্ঞাত ১৫-১৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল বুধবার রাতে নিহত রেদোয়ান সাব্বিরের মা রুখসানা বেওয়া বাদী হয়ে নাটোর সদর থানায় মামলাটি করেন।
মামলায় রুখসানা অভিযোগ করেন, ৩ ডিসেম্বর রাতে নাটোর সদর উপজেলার তকিয়া বাজারের একটি চায়ের দোকান থেকে সাব্বির এবং তাঁর দুই বন্ধু আবদুল্লাহ ও সোহেলকে র্যাব পরিচয় দিয়ে কয়েকজন তুলে নিয়ে যায়। পরে তাঁদের হত্যা করে দিনাজপুরের ঘোড়াঘাটে ফেলে রাখা হয়।
গত সোমবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাট থেকে যুবলীগের তিন কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন নাটোর শহরের কানাইখালী মহল্লার বাসিন্দা পৌর যুবলীগের সদস্য রেদোয়ান সাব্বির (৩৭) ও কালুর মোড় এলাকার বাসিন্দা পৌর যুবলীগের কর্মী সোহেল রানা (৩৮) এবং তাঁদের বন্ধু কানাইখালী মহল্লার বাসিন্দা আবদুল্লাহ আকন্দ (৩৮)।
এ ব্যাপারে ওই সময় নাটোরে দায়িত্বরত র্যাব-৫-এর কর্মকর্তাদের বক্তব্য জানতে চাওয়া হয়। কিন্তু তাঁরা কেউ কথা বলতে রাজি হননি।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত সাব্বিরের বিরুদ্ধে ১০টি ও সোহেলের বিরুদ্ধে তিনটি মামলা আছে। তবে আবদুল্লাহর বিরুদ্ধে কোনো মামলা নেই।