বাকৃবির নতুন ভিসি আলী আকবর
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন পশু পুষ্টি বিভাগের অধ্যাপক মো. আলী আকবর।
আজ রোববার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক দীন মোহাম্মদ দীনু নতুন উপাচার্য নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নতুন উপাচার্য নিয়োগের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে ফ্যাক্সবার্তা এসেছে। যোগদানের পর থেকে এই নিয়োগের মেয়াদ হবে চার বছর।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক রফিকুল হকের পদত্যাগের ৪৭ দিন পর সরকার একজন নতুন উপাচার্য নিয়োগ দিল। বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়ে দুর্নীতি ও নারী কেলেঙ্কারির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের আন্দোলনের মুখে রফিকুল হক গত ৭ এপ্রিল উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন।