পলাতক ‘যুদ্ধাপরাধী’ ধরতে বিশেষ সেল গঠন
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নিয়ে পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। আজ রোববার আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিষয়টি ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে জানানো হয়েছে।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সহসমন্বয়ক এম সানাউল হক বলেন, ‘আজই এক চিঠির মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ট্রাইব্যুনালকে সেল গঠনের বিষয়টি জানানো হয়েছে। এই সেলে আমাদের একজন সদস্য এএসপি হেলাল উদ্দিনকে প্রতিনিধি হিসেবে দেওয়া হয়েছে।’
পুলিশের পক্ষ থেকে দেওয়া চিঠিতে বলা হয়, ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে গত ২১ মে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতি ৪০ দিন পর পর তাঁরা পলাতক আসামিদের বিষয়ে প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করবেন।
ডিআইজি ছাড়াও একজন অতিরিক্ত ডিআইজি, র্যাব, গোয়েন্দা পুলিশ ও তদন্ত সংস্থার একজন করে প্রতিনিধি রয়েছেন এ কমিটিতে।
গত ১৩ মে পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য একটি তদারকি সেল বা কমিটি গঠনের নির্দেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারাধীন আসামিদের আটকের জন্য ১৫ দিনের মধ্যে একটি তদারকি সেল গঠন করতে বলেন ট্রাইব্যুনাল। এ আদেশের পর কমিটি গঠন করে তার একটি প্রতিবেদন গতকাল ট্রাইব্যুনালে বরাবর দাখিল করা হয়।