‘স্বেচ্ছাসেবক লীগকর্মী’কে গুলি করে হত্যা
চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন আলকরণ এলাকায় ‘স্বেচ্ছাসেবক লীগের’ এক কর্মীকে গুলি হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম ইব্রাহিম মানিক বলে জানা গেছে।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় আলকরণ জিপিওর সামনে এ ঘটনা ঘটে। এ সময় আশপাশে অনেক লোকজন ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, স্বেচ্ছাসেবক লীগের সদস্য মানিকসহ কয়েকজন দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছিল। এ সময় মোটরসাইকেলে আসা তিনজন তাঁদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন মানিক। ঘটনার পর তাঁর বেশ রক্তক্ষরণ হয়। তাঁকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে রক্তাক্ত স্যান্ডেল ও একটি বুলেট পড়ে থাকে।
পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যবসায়ীকে নিয়ে যায় পুলিশ।
কোতোয়ালি থানার উপপরিদর্শক মোহাম্মদ হারুন জানান, এলাকার আধিপত্যসহ নানা কারণে ছাত্রলীগের সাবেক নেতাদের দুটি অংশের বিরোধের জের ধরে মানিককে হত্যা করা হয়ে থাকতে পারে।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) উপকমিশনার দেবদাস ভট্টাচার্য জানান, মোটরসাইকেলে এসে প্রকাশ্যে এক যুবককে হত্যা করা হয়েছে বলে তিনি শুনেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
ছাত্রলীগের সাবেক নেতা ইয়াসির আরাফাত জানান, স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড কমিটির সদস্য ছিলেন মানিক।