গাইবান্ধায় পেট্রলবোমা হামলার মামলায় আসামি ৬০
গাইবান্ধার তুলসীঘাট এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় বিএনপি-জামায়াতের ৬০ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা করেছে পুলিশ।
আজ রোববার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান। গত শনিবার রাতে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
ওসি জানান, মামলার এজাহারে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবুর নাম রয়েছে। এজাহারে অজ্ঞাতপরিচয় আরো কয়েকজনকে আসামি করা হয়েছে বলেও জানান তিনি।
গত শুক্রবার তুলসীঘাট পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় এ পর্যন্ত আটজন নিহত হয়েছেন।
এদিকে, জেলা পুলিশের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, তুলসীঘাটে বাসে পেট্রলবোমা হামলায় জড়িত সন্দেহে ও নাশকতার অভিযোগে বিভিন্ন জায়গা থেকে ২৪ জনকে আটকে করে পুলিশ। রোববার সকাল ও শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
এ ছাড়া সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক বদরুল আলমকে নাশকতার অভিযোগে আটক করা হয়েছে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।