কুষ্টিয়ায় শিশু হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় চার বছর বয়সী শিশু আলিফ হত্যা মামলায় নয় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১-এর বিচারক রেজা মোহাম্মদ আলমগীর হাসান এ রায় দেন।
যাবজ্জীবন সাজা পাওয়া ব্যক্তিরা হলেন ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাসিন্দা আক্তার গাজী ওরফে আলতাফ, রিজিয়া খাতুন, ওবাইদুল ওরফে আক্তার ওরফে আজাদ, মিনহাজ, হায়তুল হোসেন, আনোয়ারুল ইসলাম, এনামুল হক, আসাদুল হক, শাহাবুল হক। এর মধ্যে এনামুল হক পলাতক।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২ ফেব্রুয়ারি ভেড়ামারা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সালেহ আহমেদ শিশিরের চার বছর বয়সী শিশু আলিফ নিখোঁজ হয়। নিখোঁজের সাতদিন পরে পাশের মাঠ থেকে আলিফের লাশ উদ্ধার করা হয়। হত্যাকারীরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনার পরে ভেড়ামারায় থানায় হওয়া মামলায় পুলিশ ১১ জনকে বিবাদী করে অভিযোগপত্র দাখিল করে। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বিচারক নয় আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। দুজনকে খালাস দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আটজনই কুষ্টিয়া কারাগারে রয়েছে। একজন পলাতক।