আধিপত্য বিস্তারে রমেকে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত পাঁচ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে।
গতকাল সোমবার রাত ১১টার দিকে কলেজের মিলন ছাত্রাবাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মাহফুজুল হক তালুকদার রাকিব ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাসেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় সাধারণ শিক্ষার্থীদের ছাত্রাবাসের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। পুলিশ গিয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনে এবং সাধারণ শিক্ষার্থীদের উদ্ধার করে।
ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই)গোলাম কিবরিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।