সিলেটে অগ্নিকাণ্ডে পুড়ল ১০ ছাপাখানা
সিলেট নগরীর জিন্দাবাজার মুক্তিযোদ্ধা গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ছাপাখানা পুড়ে গেছে।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে মদিনা আর্ট, মেঘনা অফসেট, কাজী প্রিন্টিং, শাহীন অপটিকস, অনিক অফসেট প্রেস, ছাপাঘর, সিদ্দিক প্রিন্টিং অ্যান্ড বুক বাইন্ডিং, আলম আর্ট অ্যান্ড রাবার স্ট্যাম্প ও ডিজাইন মেলা।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিসের একটি দল প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাঁরা সকাল ৬টার দিকে প্রেসের কাজ করে বন্ধ করে বাসায় যান। ৮টার দিকে আগুন লাগার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে আসেন। এ ঘটনায় কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিলেট বিভাগীয় উপপরিচালক রফিকুল ইসলাম বলেন, দোকানে কাগজসহ অনেক দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে দেরি হয়েছে। শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।