মুন্সীগঞ্জে ৮ পত্রিকার প্রকাশনা বাতিলের প্রতিবাদে মানববন্ধন
মুন্সীগঞ্জের ১১ সাংবাদিকের বিরুদ্ধে জেলা প্রশাসকের অভিযোগ, স্থানীয় আটটি সংবাদপত্রের প্রকাশনা ছাড়পত্র বাতিল ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী দীপুর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ।
আজ সোমবার বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগ ‘স্বাধীন গণমাধ্যমের ওপর চরম আঘাত’-এর ব্যানার নিয়ে সংগঠনের কার্যালয়ের সামনে জুবলী রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে অবিলম্বে ১১ সাংবাদিকের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে দাখিল করার অভিযোগ, স্থানীয় আটটি পত্রিকার প্রকাশনা বাতিল আদেশ প্রত্যাহার ও সাধারণ সম্পাদক কাজী সাব্বির আহমেদ দীপুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ, সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, প্রেসক্লাবের তথ্য প্রচার ও কল্যাণ সম্পাদক ভবতোষ চৌধুরী নূপুর, ক্রীড়া সম্পাদক শেখ মো. রতন, এনটিভির জেলা প্রতিনিধি মঈনউদ্দিন সুমন, ৭১ টিভির জেলা প্রতিনিধি জসিমউদ্দিন দেওয়ান, আরটিভির জেলা প্রতিনিধি ফরিদুল হাসান, সিরাজদিখান প্রেসক্লাবের সহসভাপতি কে এন ইসলাম বাবুল, দৈনিক রূপবাণীর স্টাফ রিপোর্টার কাজী আকরাম, ভোরের ডাকের জেলা প্রতিনিধি জুয়েল রানা, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি নাদিম মাহমুদ, সাংবাদিক সামুছুল হুদা হিটু, হাসান জুয়েল, ফটো সাংবাদিক মো. জাফর মিয়া, রাজীব বাবু, আবদুর রহমান, মো. শাহিন পাঠান, মো. মহসিন, রুবেল মিয়াসহ বিভিন্ন উপজেলার সাংবাদিকরা।