লক্ষ্মীপুরে আসামির মৃত্যু
লক্ষ্মীপুরে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার হওয়া এক আসামি মারা গেছেন। আজ সোমবার লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহ আলম (৩২)। নারী ও শিশু নির্যাতন মামলায় গত ৮ এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন শাহ আলম।
শাহ আলম জেলার রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইচা গ্রামের বাসিন্দা।
জেলা কারাগার সূত্র জানায়, গতকাল রোববার মামলার তারিখ থাকায় শাহ আলমকে আদালতে হাজির করা হয়। সন্ধ্যায় কারাগারে আনা হলে তিনি বুকে ব্যথা অনুভব করেন। কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হলে রাতে তিনি সুস্থ হন। ভোরে আবারও অসুস্থ হয়ে পড়লে তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, শাহ আলমকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
পরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে লক্ষ্মীপুর কারাগারের জেলার দিদারুল আলম বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে শাহ আলমের মৃত্যু হয়েছে। হাজতিদের চিকিৎসার বিষয়ে কারা কর্তৃপক্ষ বেশ আন্তরিক।