রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি তৃতীয় দিনে
মারধরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
গত মঙ্গলবার সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়।
রমেক হাসপাতালের ডাক্তার মিলন ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মাহফুজুল হক তালুকদার রাকিবের ওপর হামলা ও দোষীদের বিচারের দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।
গত সোমবার রাত ১১টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মাহফুজুল হক তালুকদার রাকিব গ্রুপের সঙ্গে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ফারহান-উত্তম পক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এ সময় রাকিব, তৃতীয় বর্ষের ছাত্র রাসেলসহ পাঁচজন আহত হন।
রাকিব ও রাসেল রংপুর মেডিকেল চিকিৎসাধীন।
ইন্টার্ন চিকিৎসকদের ডাকা তিন দিন ধরে চলা এ ধর্মঘটের ফলে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা পড়েছেন চরম বিপাকে।