পঞ্চম দিনে রংপুর মেডিকেলের ইন্টার্নদের কর্মবিরতি
চিকিৎসককে মারধরের প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে।
আজ শনিবার পঞ্চম দিনের মতো এ কর্মবিরতি পালন করা হচ্ছে। গত ১২ ডিসেম্বর থেকে এ কর্মসূচি শুরু হয়।
ইন্টার্ন চিকিৎসকদের এ কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।
রমেকের ডাক্তার মিলন ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মাহফুজুল হক তালুকদার রাকিব আহত হওয়ার প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।
গত ১২ ডিসেম্বর সোমবার রাতে ১১টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মাহফুজুল হক তালুকদার রাকিব পক্ষের সঙ্গে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ফারহান-উত্তম গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় রাকিব তৃতীয় বর্ষের ছাত্র রাসেলসহ পাঁচজন আহত হন। রাকিব ও রাসেল রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এ কর্মবিরতি পালন করা হচ্ছে।