মানিকগঞ্জে নজরুলজয়ন্তীতে ঘুড়ি মেলা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে প্রতি বছরের মতো এবারও মানিকগঞ্জের ঝিটকার পোদ্দারবাড়িতে শুরু হয়েছে ঘুড়ি মেলা। গতকাল সোমবার বিকেলে জাতীয় লোক সাহিত্য সংগ্রহ এবং গবেষণা কেন্দ্রের আয়োজনে এই ঘুড়ি মেলার উদ্বোধন করেন পৌর মেয়র মো. রমজান আলী।
এ সময় মাদার ফাউন্ডেশনের সভাপতি আফরোজা আক্তার আরজু ও আয়োজক কমিটির আহ্বায়ক রঞ্জন কুমার সাহা, হবিবর রহমান মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।
তিন দিনের এই মেলায় বিভিন্ন অঞ্চল থেকে চিলা, পতেঙ্গা, কয়রা, সাপাসহ নানা ধরনের শতাধিক ঘুড়ির সমাহার হয়। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এবং নজরুলের চেতনাকে উজ্জীবিত করতেই ১৩ বছর ধরে এ মেলা হয়ে আসছে বলে আয়োজকরা জানান।
এ ছাড়া মেলায় প্রতিদিনই থাকছে জাতীয় কবির জীবনাদর্শ নিয়ে আলোচনা, আবৃত্তি, সংগীত ও নৃত্য।