ইসি গঠনে আইন প্রণয়নের দাবি জানাবে জাপা
একটি স্বাধীন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য আইন প্রণয়নের দাবিতে ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে জাতীয় পার্টি (জাপা)।
আজ শনিবার দুপুরে রংপুরে তিনদিনের সফরে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ।
জাপা চেয়ারম্যান বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের জন্য আমরা ইতিমধ্যেই একটি প্রেস কনফারেন্স করেছি, বক্তব্য রেখেছি। আমরা ২০ তারিখে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করব, আমাদের বক্তব্য রাখব। নির্বাচন কমিশন গঠন করার জন্য যেটা বড় কথা সেই আইন হয় নাই। আইনটা কবে করা হবে জানি না। এটা আমাদের এখানেও নাই, ভারতেও নাই। আইন থাকলে নির্বাচনে কমিশনের প্রত্যেকটা সদস্যকে নির্বাচন করা সহজ হতো।’
এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘আমরা মহাজোটে নাই, আমরা এখন বিরোধী দল। আমরা এককভাবে নির্বাচন করব। ৩০০ আসনে আমরা প্রার্থী দেব। তার জন্য আমরা ইতিমধ্যে সচেষ্ট হয়েছি, প্রার্থীর খোঁজ করছি। আমরা কারো সঙ্গে যাব না।’
ওই সময় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় ও রংপুরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিকেলে এরশাদ রংপুর সার্কিট হাউসে জাপার রংপুর বিভাগীয় এক কর্মী সমাবেশে যোগ দেবেন।