ধারালো অস্ত্রের আঘাতে কৃষক খুন
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে শুকুর আলী নামের (৫০) এক কৃষককে মাথায় ও গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাতে কাচারীডাঙিপাড়ায় এ ঘটনা ঘটে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হায়াত জানান, আজ মঙ্গলবার সকালে একটি পাটক্ষেতের পাশে শুকুর আলীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তোফায়েল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।